নগরীতে জামায়াতের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১ ০১:০২; আপডেট: ২৮ মার্চ ২০২১ ০১:৫৪

ছবি: রাজটাইমস

ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশে ৫জন নিহত ও শতশত মুসল্লী আহতের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষভ মিছিল করেছে রাজশাহী মহানগর জামায়াত। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মহানগরী জামায়াত নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি নগরীর উপশহর উত্তরা ক্লিনিকের মোড় এলাকা থেকে শুরু হয়ে ক্যান্টনমেন্টের গেটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পথসভায় নেতৃবৃন্দ বলেন, ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন যখন এ দেশের সাধারণ মানুষ কোন ভাবেই মেনে নিতে পারছে না তখন ভারতের পদলেহী সরকার পুলিশ দিয়ে এ দেশের জনগণের উপর গুলি চালাচ্ছে।

গতকাল সাধারণ মুসল্লীদের উপর নৃশংস ও বর্বরোচিত হামলা চালিয়ে ৫ জন ইসলাম প্রিয় মানুষকে হত্যা করেছে এবং সারাদেশে শতশত মুসল্লীকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে। এতে প্রমানিত হয় ভারতে মোদির হাতে যেমন সে দেশের মুসলমান নিরাপদ নয় তেমনি বাংলাদেশে বর্তমান সরকারের নিকটও মুসলমান নিরাপদ নয়।
নেতৃবৃন্দ বক্তব্যে এ হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিযে অনতিবিলম্বে খুনিদের বিচারের জোর দাবি জানান।

 



বিষয়: বিক্ষোভ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top