দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১ ০০:৪২; আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ০৫:১২
‘রাজশাহীতে নতুন কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা মৌলবাদীদের, ব্যবসার আড়ালে বিপুল অর্থ বিনিয়োগ জামায়াতের’ শিরোনামে গত ২০ সেপ্টেম্বর দৈনিক জনকণ্ঠ পএিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল।
বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকাতে গত ২০ সেপ্টেম্বর প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর। প্রকৃতই বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত ও জনপ্রিয় একটি ইসলামী রাজনৈতিক দল। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সাথে ব্যবসা বা বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানের দুরতম সম্পর্ক নেই। দেশের জনগণকে বিভ্রান্ত করতে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। তিন ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, বনোয়াট ও বিভ্রান্তকর সংবাদ পরিবেশন থেকে সংশ্লিষ্ট মহলকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন।
এসকে
আপনার মূল্যবান মতামত দিন: