আজ বিশ্ব প্রাণী দিবস
রাজ টাইমস | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১ ০৮:২০; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১২:৪৮
                                আজ (০৪ অক্টোবর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ৯৬তম বিশ্ব প্রাণী দিবস। এবারের প্রতিপাদ্য হচ্ছে, “ফরেস্ট এন্ড লাইভলিহুড: সাসটেইনিং পিপল এন্ড প্ল্যানেট”। বাংলাদেশের প্রেক্ষাপটে করা হয়েছে, ‘মানুষ ও পৃথিবী বাঁচাতে: বন ও জীবিকা।’
বিশ্বের মানুষসহ সকল প্রাণীকূলের অধিকার এবং কল্যাণের জন্য প্রতিবছর ৪অক্টোবর পালন করা হয় এই দিবসটি। দিবসটির মূল লক্ষ্য হচ্ছে, পৃথিবীর প্রতিটি প্রান্তের সকল প্রাণীদের অবস্থার উন্নতি করা।
বিশ্ব প্রাণী দিবস সর্বপ্রথম হেনরিক জিম্মারমেন নামের একজন জার্মান লেখক ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্টস প্যালেসে উদযাপন করেন। পরে ১৯২৯ সালে দিবসটি ৪ অক্টোবর পালন করা হয়। ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
/এএস

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: