৭ নভেম্বরের চেতনাকে কাজে লাগিয়ে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে: ড. কেরামত আলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১ ০৮:৪৮; আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৭:১৬

রোববার (০৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী মহানগরীর উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালি সভা।

 

‘৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে কাজে লাগিয়ে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে’- বলে আহবান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা আমীর ড. কেরামত আলী। রোববার (০৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী মহানগরীর উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালি এক সভায় এ আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, ১৯৭৫ সালের এ দিনে সিপাহী-জনতা যেভাবে রাজপথপ একত্রে নেমে এসেছিলেন, ঠিক তেমনিভাবে আজও বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আপামর জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

মহানগরীর নায়েবে আমির এ্যাড. আবু মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

সভায় আরো বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যাপক শাহাদাৎ হোসেন, অধ্যাপক আব্দুস সামাদ, যুব সম্পাদক জসিম উদদীন সরকার, বোয়ালিয়া উত্তর থানা আমির অধ্যাপক সিরাজুল ইসলাম, রাজপাড়া থানা আমির অধ্যাপক কামরুজ্জামান সোহেল, কর্ণহার থানা আমির অধ্যাপক আব্দুর রহিম, কাটাখালী থানা আমির অধ্যাপক জালাল উদ্দীন প্রমূখ।

 

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top