নগরীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১ ০৮:৪০; আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৫২

দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী বোয়ালিয়া পূর্ব থানা শাখা এবং কাশিয়াডাঙ্গা থানা শাখার উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার ও বোরবার  অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে সংগঠনের পক্ষ থেকে কম্বল ও চাদর বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বোয়ালিয়া পূর্ব থানার আমির মাওলানা আব্দুল খালেকসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

অপরদিকে কাশিয়াডাঙ্গা থানার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা আমির মাওলানা ফরিদ উদ্দিন শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশে একজন নিন্মবিত্ত এবং শ্রমিকের মাসিক যা আয় তা দিয়ে সংসার চালানো মুশকিল। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে অসংখ্য মানুষ কাজ হারা হয়েছে। পাশাপাশি পরিবারের দুস্থরা পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শীতকাতর হয়ে পড়েছেন। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। সমাজের সকলে মিলে একটু মানবিক দৃষ্টি দিয়ে এই সকল মানুষদের কষ্ট দূর করা সম্ভব।

 

এসকে




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top