আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে অভিনন্দন
প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৪৭; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ০৯:১০
                                রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপির নিরঙ্কুশ ভাবে সভাপতি পদে আবুল কাশেম, সহ-সভাপতি আবু মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক পদে তৌফিক পারভেজ জাহেদীসহ ২১টি পদের নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী ও মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল এবং কর্মপরিষদ সদস্যবৃন্দ।
গতকাল শুক্রবার তারিখ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার মানুষের বাক স্বাধীনতা আজ রুদ্ধ করে রেখেছে। অতীতের পাকিস্তানী সরকারের চেয়ে তারা অনেক বেশী জোর জুলুমের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার প্রতিনিয়ত নস্যাৎ করছে। দেশের নির্বাচনী ব্যবস্থা সমুলে ধ্বংস করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশে আজ যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তবে জনগণ রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনের মতো এই সরকারকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে। নেতৃবৃন্দ অবিলম্বে দেশে আইনের শাষন প্রতিষ্ঠা করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরী করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: