সোহরাওয়ার্দী উদ্যানে সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকালে কাউন্সিল অধিবেশন * ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ডের জনসভায় উপস্থিত থাকবেন
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ২২:০৮; আপডেট: ২ মে ২০২৫ ২২:০৬

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথা বিবেচনায় নিয়ে জাঁকজমক আয়োজনের পরিবর্তে সাদামাটাভাবে সম্মেলন করবে ক্ষমতাসীন দলটি। এছাড়া প্রতিবার দুদিনব্যাপী হলেও এবার সোহরাওয়ার্দী উদ্যানে একদিনেই শেষ হবে সম্মেলন। সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকালে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন প্রস্তুত কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠনের নির্দেশনা দেন। সভার মাঝপথে সন্ধ্যায় গণভবনের গেটে এসে এ বিষয়ে ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের তারিখ ঘোষণা করে তিনি বলেন, এবারের সম্মেলন একদিনে করা হবে। সম্মেলনও তেমন জাঁকজমকপূর্ণ হবে না। বৈশ্বিক সংকটের কারণে কৃচ্ছ্রসাধন করা হবে।
ওবায়দুল কাদের বলেন, সম্মেলনকে সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে এবার বিদেশি অতিথিরা আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এগুলোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের দিন ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ দপ্তর সম্পাদক সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে অবহিত করবেন।
দেশের বৃহৎ এই রাজনৈতিক দলের ২১তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২১ ডিসেম্বর। সেই সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন। নির্ধারিত সময় তিন বছর পর আবার জাতীয় সম্মেলন করতে যাচ্ছে দলটি। এর আগে সারা দেশে জেলা-উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন সম্মেলনের কাজ করছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, তৃণমূল পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করে এবং জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন।
এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ ডিসেম্বর বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসভা করবে আওয়ামী লীগ। এতে দীর্ঘদিন পরে দলীয় কোনো সমাবেশে প্রধান অতিথি হিসাবে সশরীরে হাজির হয়ে বক্তব্য দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিফ্রিংয়ে এই কর্মসূচির কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের সমাবেশ হবে। সেখানে নেত্রী সরাসরি অংশগ্রহণ করবেন।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, করোনা মহামারির কারণে দীর্ঘদিন আওয়ামী লীগের কোনো জনসভায় সশরীরে অংশ নেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু চলতি বছরের ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সময় স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন তিনি। এবার চট্টগ্রামে দলীয় জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
আপনার মূল্যবান মতামত দিন: