২৭ ঘণ্টার ব্যবধানে খালেদা জিয়ার দুই উপদেষ্টার মৃত্যু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২২ ০০:১০; আপডেট: ২ নভেম্বর ২০২২ ০০:১১

ছবি: সংগৃহীত

২৭ ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই উপদেষ্টা।

সর্বশেষ মঙ্গলবার সকালে মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সকাল ১১টার দিকে ঝিনাইদহে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির দফতরে সংযুক্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী।

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান সাবেক হুইপ ও চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। একজন সুবক্তা হিসেবে পরিচিত ছিল তার।

এর আগে গতকাল রোববার সকাল আটটার কিছু আগে রাজধানীর একটি হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও সাবেক আমলা সাবিহ উদ্দিন আহমেদ।

এনএ/




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top