সরকারের অন্যায়ের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে: মির্জা ফখরুল
সরকারের অন্যায়ের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে: মির্জা ফখরুল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ ০৯:১৭; আপডেট: ২ মে ২০২৫ ২২:২৪

সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এর জবাব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের মৃত্যুর খবর শুনে রাজধানীর এক হাসাপাতালে গিয়েছিলেন মির্জা ফখরুল। এ সময় তিনি এ কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, বরিশালে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ক্ষমতাসীনদের হামলায় আহত হয়েছিলেন শাহজাহান খান। এতে তার দুইটি কিডনিই নষ্ট হয়েছিল বলে অভিযোগ করেন করে ফখরুল।
#এমএস
আপনার মূল্যবান মতামত দিন: