ঢাকায় বিএনপির গণসমাবেশ নয়াপল্টনেই করা হবে: মির্জা আব্বাস

ঢাকায় বিএনপির গণসমাবেশ নয়াপল্টনেই করা হবে: মির্জা আব্বাস

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২ ০৮:১৬; আপডেট: ২ মে ২০২৫ ২১:৪৫

ছবি: সংগৃহিত

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই করা হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

মির্জা আব্বাস অভিযোগ করেন, রাজধানীতে বিএনপির গণসমাবেশের স্থান নির্বাচন নিয়ে দুরভিসন্ধিমূলক তৎপরতা চলছে। গণসমাবেশ বানচালে গণগ্রেফতার ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের উৎসব চলছে।

তিনি বলেন, বিএনপির নামে স্লোগান দিয়ে বোমাবাজি করে দায় চাপানোর অপকৌশল নিয়েছে সরকার। সরকারের দমন নির্যাতনে বিএনপি ভীত নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করা হবে।

#এমএস



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top