সাংবাদিকদের তথ্যমন্ত্রী
বিএনপি না চাইলেও তাদের নেতারা নির্বাচন করবে
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩ ০৮:৪৬; আপডেট: ৪ মে ২০২৫ ০০:৪৭
-2023-01-06-21-46-16.jpg)
বিএনপি নেতা উকিল আবদুস সাত্তারের দল থেকে বের হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নেয়ায় এটিই প্রমাণিত হচ্ছে যে, বিএনপির সম্মুখসারির অনেক নেতাই নির্বাচনমুখী, তারা নির্বাচন করতে চায়। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নির্বাচনে অংশ নেয়া থেকে তাদের নেতাদের ঠেকানো যাবে না। নির্বাচনে তারা অংশ নেবেনই।
ড. হাছান আরো বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি সংসদ থেকে বিএনপির ছয় সদস্যের পদত্যাগ দলটির প্রচণ্ড অদূরদর্শী একটি সিদ্ধান্ত ছিল।’
বিএনপির অনেক নেতা মনে করেন ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়া তাদের ভুল ছিল, এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালেও তাদের পূর্ণশক্তি নিয়ে নির্বাচন করা প্রয়োজন ছিল।
সম্প্রতি বিএনপির ছয় এমপির পদত্যাগ তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এই পদত্যাগ বিএনপির জন্য শুভ হয়নি।
আপনার মূল্যবান মতামত দিন: