দেশের উন্নয়ন রক্ষায় নৌকায় ভোট দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:১৭; আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৯

সংগ্রহীত

‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘নৌকা মার্কায় মানেই উন্নয়ন, নৌকা মানেই মানুষের কল্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় নৌকা মার্কায় ভোট দিন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষ্যে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মোহনপুর গালর্স স্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যারা নিবাচনরক বিতর্কিত করতে চায়, নির্বাচন যাতে না হয় সেই প্রেক্ষাপট তৈরি করতে চায়, তাদেরকে রাজনৈতিক মারপ্যাচ দিয়ে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন, ঘোল খাইয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে রাজনৈতিক খেলায় হারানো যায় না।
রাসিক মেয়র বলেন, শাহ মখদুম বিমানবন্দের রানওয়ে সম্প্রসারণ করা হবে, সেখানে দ্বিতীয় টার্মিনাল ভবন নির্মাণ করা হবে। তখন পান সহ বিভিন্ন সবজি রাজশাহী থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে রপ্তানি করা সম্ভব হবে। পিছিয়ে পড়া রাজশাহীতে কৃষি ভিত্তিক শিল্পায়নের চিন্তাভাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে। আমরা পুরো রাজশাহীকে জেলাকে এগিয়ে নিতে চাই।

মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোসাব্বিরুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান, সদস্য হাবিবুর রহমান বাবু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাঞ্জাল, সাংগঠনিক সম্পাদক আলফুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন, সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য রোকসানা মাহবুব চপলা  প্রমুখ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top