ভোটগ্রহণের দিনসহ ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৪ ১৭:৫৮; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১০:৫৫

- ছবি - ইন্টারনেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন এবং আগে-পরে মিলিয়ে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

এরআগে এক ব্রিফিংয়ে রিজভী জানিয়েছিলেন, আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে বিএনপি।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top