দলীয় সিদ্ধান্ত অমান্য কিরায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪ ২০:৫৫; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১১:০২

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজার জেলাধীন ঈদগাহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: