বিএনপিপন্থী আইনজীবী ফোরামের সভাপতির দায়িত্বে জয়নুল আবেদীন
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৯ জুন ২০২৪ ০৯:০৩; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:৩৮
-2024-06-09-09-03-13.jpg)
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী মারা যাওয়ায় শূন্য এই পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে।
রোববার (৯ জুন) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ২ জুন সাবেক অ্যাটর্নি জেনারেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ জে মোহাম্মদ আলী মারা যান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বিষয়: বিএনপি
আপনার মূল্যবান মতামত দিন: