১২ দিন পর হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২ জুলাই ২০২৪ ১৮:৫৪; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:৩০

ছবি: সংগৃহীত

১২ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে একটু আগে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হয় তাকে বহনকারী গাড়ি।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল ছেড়ে বাসভবনের উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়া হয়েছেন। বিকেল সাড়ে ৫টায় তিনি হাসপাতাল ছাড়েন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান জানান, ইতোমধ্যে ম্যাডামের গুলশানের বাসভবনে এসে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তারা ম্যাডামকে বাসায় স্বাগত জানাবেন এবং তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেবেন।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top