হাজারীবাগে যুবদল কর্মী খুন

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪ ১০:৫৪; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৪:২০

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে মো. ইমন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ২২নং ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন বলে দাবি করেছে পরিবার।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাজারীবাগের গনকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, সন্ধ্যায় গনকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাজু ও তার বাবা জাহাঙ্গীর, গালকাটা আবুসহ কয়েকজনের সঙ্গে ইমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইমন রাজধানীর কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে ইমন সবার বড়। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি নেসলে কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top