চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল সঙ্গে স্ত্রীও
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪১; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৪:১২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত চিকিৎসার জন্য সিঙ্গাপুর সফর করে থাকেন। তারই ধারাবাহিকতায় তিনি আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৫ টায় তিনি সিঙ্গাপুরে পৌঁছেছেন । আগামী ৬ই সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসার জন্য বিএনপির মহাসচিব সে দেশেই অবস্থান করার কথা জানা গেছে।
সিঙ্গাপুর বিএনপির সভাপতি জনাব শামসুর রহমান পিলিপ ও সাধারণ সম্পাদক জনাব কামরুল হোসেন মহাসচিব কে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট হতে রিসিভ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান রবিন, সহ-সভাপতি জনাব লোকমান হোসেন, মোহাম্মদ খান যুগ্ম সম্পাদক মো. আজাদ হোসেন, মো. ইকবাল হোসেন, মো. ইসলাম, অর্থ সম্পাদক জনাব মাসুদ আহমেদ, প্রচার সম্পাদক মো. সুমন, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় সংসদের সদস্য মো. আব্দুর রহিম সহ সিঙ্গাপুর বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা।
গতকাল (রোববার) রাত ১১টা ৫৫ মিনিট সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন, সঙ্গে তার স্ত্রীও আছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম ও তার স্ত্রী শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। চিকিৎসকের সঙ্গে তাদের পূর্ব নির্ধারিত শিডিউল আছে।
এর আগে গত মার্চে কারামুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: