আগে সংস্কার, পরে নির্বাচন বলা অবান্তর: মির্জা ফখরুল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৫ ১৩:৩৯; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ০৪:৩৪
 
                                বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে যা অনভিপ্রেত, কমিশনের সুপারিশের সাথে কয়েকটি বিশেষ দলের বক্তব্য-বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়।
শনিবার (২২ মার্চ) গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। তাদের কোনো কার্যক্রমে যেন মনে না হয়, কোন মহলকে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ দিচ্ছে।
মির্জা ফখরুল বলেন, সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে। অযথা আগে সংস্কার, পরে নির্বাচন এসব কথা বলা অবান্তর। কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে, রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে।

 
                                                    -2020-11-11-19-11-28.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: