জবি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জামায়াতে ইসলামীর

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৫ ০৯:২৩; আপডেট: ১৬ মে ২০২৫ ১৫:৩০

- ছবি - ইন্টারনেট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল বৃহস্পতিবার  রাতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, কয়েক দিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা আবাসন–সংকটসহ কিছু দাবিতে আন্দোলন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। শিক্ষাঙ্গনে অশান্ত পরিবেশ সৃষ্টি হওয়াটা কারও জন্যই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

মাওলানা এ টি এম মা’ছুম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। বিশেষ করে আবাসন–সংকটের সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, অতীতের কোনো সরকারও এসব সমস্যা সমাধান করেনি। তাই ছাত্র ও শিক্ষকরা তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এ অবস্থায় ছাত্র–শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র-শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top