বিএনপি-জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৫ ১০:৪৮; আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:১৮

- ছবি - ইন্টারনেট

প্রধান উপদেষ্টার ‘পদত্যাগ ভাবনা’ নিয়ে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার দিবাগত রাতে প্রদান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে।

এদিকে গত ১৯ মে থেকে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার এমন অভিযোগ গণমাধ্যমে আসার পর বিএনপিকে সাক্ষাতের জন্য ডাকা হলো।

বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে বিএনপি এ বৈঠকে যোগ দেবে কি না সে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‌‌‘আগামীকাল সন্ধ্যা ৭টায় বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে বৈঠকে বিএনপি যোগ দেবে কি না এ সিদ্ধান্ত পরে জানানো হবে।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top