চট্টগ্রামে নারীকে লাথি মারা সেই জামায়াত কর্মী গ্রেপ্তার
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৫ ২১:১২; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:০০
 
                                চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নেত্রীকে লাথি মারা বহিষ্কৃত জামায়াত কর্মী সিবগাতুল্লাহ প্রকাশ আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বিকাল পৌনে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে নগরের কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম গণমাধ্যমকে বলেন, আকাশ চৌধুরীকে কোতোয়ালি থানা এলাকা থেকে বিকাল পৌনে ৩টার দিকে আটক করেছি। গত বুধবার গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
সিবগাতুল্লাহ চৌধুরী সাতকানিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ চৌধুরীর পুত্র। ছাত্র শিবিরের কোন পদ পদবিতে না থাকলেও তিনি ‘শিবির আকাশ ‘নামে পরিচিত।
তবে গত আগস্টের পর লাইমলাইটে আসা আকাশ নিজেকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ইউনিট জামায়াতের সেক্রেটারি বলে পরিচয় দেন।

 
                                                    -2020-11-11-19-11-28.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: