শারীরিক অবস্থার উন্নতি ব্যারিষ্টার মওদুদের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১ ২২:৩৩; আপডেট: ৪ জানুয়ারী ২০২১ ০১:১৫

ফাইল ছবি

অসুস্থ বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে রোববার (০৩ জানুয়ারি) সিসিইউ থেকে কেবিনে দেয়া হতে পারে।  

মওদুদের শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।  

শায়রুল কবির গণমাধ্যমকে জানান, মওদুদ আহমদের দুবার করোনা টেস্ট করা হয়েছে। এতে করোনাভাইরাস ধরা পড়েনি। তার রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছে। তবে গতকালের চেয়ে আজ তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য গত ২৯ ডিসেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎধীন আছেন।

তিনি বর্তমানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে আছেন। সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলের শীর্ষ নেতাসহ তার আত্মীয় স্বজনরা তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top