প্রশাসন এখনো সৈরাচারের দোসরদের দখলে: নাহিদ ইসলাম
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ১৬:২০; আপডেট: ২০ জুলাই ২০২৫ ২০:০৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের দখলে রয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবারগুলো যে ধরনের সম্মান পাওয়ার কথা ছিল। তা পাচ্ছে না। সরকার আন্তরিক আছে কিন্তু মাঠ পর্যায়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তারাই শহীদ পরিবারগুলো যাতে যথাযথ মর্যাদা না পায় সে ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি করছে।
শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে নাহিদ বলেন, আমরা আপনাদের পরিবারের সদস্য হিসেবে আজ এখানে এসেছি। আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সহযোগী ছিল। আমরা একসঙ্গে সংগ্রাম করে সৈরাচার পতন করেছি। আমরা দল করলেও শহীদদের কোনো দলে ভাগ করিনি। আমরা মনে করি শহীদরা দেশের সম্পদ। কারণ তারা দেশের জন্যই জীবন দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ-আহত সেল করছি, সেটার অধীনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এটি আমরা স্থানীয় সংগঠনের মাধ্যমে করছি। জুলাইয়ের রাজনৈতিক যে ঘোষণাপত্র বা সনদ, সেটা আমরা সবসময় বলছি এবং ৩ আগস্টে সেটা নিয়ে আমরা ঢাকায় বড় প্রোগ্রাম করব। সরকারের কাছ থেকে এই দাবি আদায় করে নেবো।
এ সময় চট্টগ্রামের শহীদদের পরিবার ও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এনসিপি নেতারা বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওয়ানা হন।
আপনার মূল্যবান মতামত দিন: