প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের সমবেদনা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ১৬:০০; আপডেট: ২১ জুলাই ২০২৫ ২৩:১৯

- ছবি - ইন্টারনেট

রাজধানীর উত্তরায় মাইলস্টোনের কলেজে বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় সভার শুরুতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই সমাবেদনা জানান।

সভার শুরুতে তারেক রহমান বলেন, উত্তরায় ভয়াবহ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একজন ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এমন মৃত্যুর সংবাদ যেন একজনের মধ্য সীমাবদ্ধ থাকে সেই জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এরআগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান দুর্ঘটনাস্থলে দলটির পক্ষ থেকে উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য ছাত্রদল যুবদল সেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের যুক্ত হওয়ার নির্দেশনা দেন।। পাশাপাশি মেডিকেল টিম পাঠানোর নির্দেশনা দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে এক বিবৃতিতে বলেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত।

আমরা চাই যে, কোনও শিক্ষার্থীকে তাদের শিক্ষা, বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের আতঙ্কের মুখোমুখি হতে হবে না।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top