৮ ইসলামী দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ ৩০ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১৩:১০; আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৩:৩১
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ টি ইসলামী দলের কেন্দ্রীয় কর্মসূচিরর অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় সমাবেশ আগামী ৩০ নভেম্বর ২০২৫ রাজশাহী নগরীতে অনুষ্ঠিত হবে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় হয়।
ইসলামী জোটের অন্যান্য দলগুলো হলো,ইসলামী আন্দােলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস,খেলাফত মজলিস,খেলাফত আন্দালন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির সিদ্দিক হুসাইন, এ্যড. আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী মো. শাহাদাৎ হোসাইনসহ মহানগরীর ও জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ

আপনার মূল্যবান মতামত দিন: