৮ ইসলামী দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ১৯:২৭; আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২২:২০

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ ইসলামী দলের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সমাবেশ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগরী দাওয়াতুল ইসলাম ট্রাস্ট অফিসে এক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।

সমন্বয় সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চাই। ইসলামী জোট জনমানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো এক কাতারে দাঁড়িয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে একসাথে কাজ করছে। ৩০ তারিখের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ও সমাবেশ অনুষ্ঠানের আহব্বায়ক ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি ও সমাবেশ অনুষ্ঠানের সদস্য সচিব গোলাম মুর্তুজা, রাজশাহী মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, রাজশাহী জেলা ইসলামী আন্দােলনের সেক্রেটারি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকীসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top