জামায়াত প্রার্থী আবুল কালামের গণসংযোগ শুরু

পবা (রাজশাহী) প্রতিনিধিঃ মেসবাহউল আলম দিনার | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬ ১৫:৫৫; আপডেট: ২২ জানুয়ারী ২০২৬ ১৭:৪৫

- ছবি - ইন্টারনেট

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী আবুল কালাম আজাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে- দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ- নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পবার নওহাটা কলেজ মোড়ে অবস্থিত দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয়ের সামনে দোয়া ও মোনাজাতের আয়োজনে অংশ গ্রহণ করেন।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: নওহাটা পৌরসভা সাবেক আমির অধ্যাপক হাবিবুর রহমান, রাজশাহী মহানগরী ছাত্র শিবিরের নেতা খালিদ হাসান মুক্তি, পবা থানা ছাত্রশিবির সভাপতি মোঃ সাদিকুল ইসলাম, শ্রমিক নেতা আকবর আশী, নওহাটা পৌরসভা ১নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আশরাফ রাজু, ২নম্বর ওয়ার্ড সভাপতি রহিস উদ্দিন সহ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় জনসাধারণ।

দোওয়া ও মোনাজাত পরিচালনা করেন এয়ারপোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ সুজা উদ্দিন। এ সময় দেশের জনগণ, রাষ্ট্রের কল্যাণ, স্থিতিশীলতা এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ কামনা করা হয়।

পরে অধ্যাপক আবুল কালাম আজাদ নেতা কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ কর্মসূচি শুরু করেন। নওহাটা কলেজ মোড় থেকে শুরু হয়ে নওহাটা বাজার, থানার মোড় ও ব্রীজ-ঘাট সহ পৌরসভার বিভিন্ন এলাকায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ কালে তিনি বলেন, আগামী নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। জনগণের সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করা গেলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব। চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগ থেকেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা পাওয়া যায়।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামী আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল এবং পুরো প্রচারণা জুড়ে আচরণবিধি মেনে চলবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দলটি সহযোগিতা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top