তৃতীয় ধাপের ভোট: রাজশাহীর বিভিন্ন পৌরসভায় নির্বাচিত যারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১ ০৩:৪০; আপডেট: ৩১ জানুয়ারী ২০২১ ০৩:৫৬

ফাইল ছবি

শেষ হয়েছে তৃতীয় ধাপের রাজশাহীর বিভিন্ন পৌরসভার ভোটগ্রহণ। আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হয়। এরপর কেন্দ্রে কেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়।

ভোট গণনায় রাজশাহীর পৌরসভাগুলোতে মেয়র পদের ফলাফল পাওয়া গেছে। 

জয়ী মেয়র পদপ্রার্থীরা হলেন: বগুড়ার শিবগঞ্জে তৌহিদুর রহমান মানিক ও নন্দিগ্রামে মো. আনিছুর রহমান, মোহনপুর উপজেলার কেশরহাটে মো. শহিদুজ্জামান, দলীয় প্রার্থীকে হারিয়ে তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান। নাটোরের সিংড়ায় জান্নাতুল ফেরদৌস। পাবনা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী শরিফ উদ্দিন বিজয়ী হয়েছেন।

দুটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। তাঁরা হলেন বগুড়ার গাবতলীতে মো. সাইফুল ইসলাম ও কাহালুতে মো. আব্দুল মান্নান।

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী এ জি এম বাদশাহ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতি বেসরকারিভাবে ফলাফলে জয়ী হয়েছেন।

 

 

এসকে




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top