শত নাগরিক রাজশাহীর উদ্যোগে ভার্চুয়াল সভা

দেশে বর্তমানে ফ্যাসিবাদী অপশাসন চলছে- মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুন ২০২১ ০৩:১৫; আপডেট: ২০ জুন ২০২১ ০৩:২০

ফাইল ছবি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শত নাগরিক রাজশাহীর উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলাচনা সভায় প্রধান অতিথির ভাষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে ফ্যাসিবাদী অপশাসন চলছে। ঔপনিবেশিক এবং পাকিস্তানী জান্তারা জনগণের সাথে যা করার সাহস করেনি বর্তমান সরকার তার চেয়েও বেশি জুলুম নিপীড়ন চালাচ্ছে।

রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ অচল হয়ে গেছে দুর্নীতি আর জঘন্য রকমের অপশাসনে। বাংলাদেশ আজ মাফিয়া রাস্ট্রের পরিচিতি নিয়ে ব্যর্থ রাস্ট্র হিসেবে পরিগণিত। তিনি বলেন: বিপরীত আদর্শের ভিন্নমতের মানুষকে গুম খুনের জন্য সরকার আইন শৃংখলা বাহিনীকে অবাধ লাইসেন্স দিয়ে রেখে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু এর ফল অত্যন্ত ভয়াবহ হবে, ইতিহাস তাই প্রমাণ করে। তিনি আরো বলেন: এ নৈরাজ্যকর ফ্যাসিবাদী শাসন-শোষণে দেশের শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের কাঙ্খিত ভূমিকা রাখতে হবে। পৃথিবীর প্রতিটি স্বৈরশাসনের উৎখাতে বুদ্ধিজীবীদের অপরিসীম তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।

শত নাগরিকের রাজশাহী শাখার আহবায়ক প্রফেসর ড.আব্দুর রহমান সিদ্দীকীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর এম. রফিকুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, বিশিষ্ট কবি, লেখক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. তাজমেরী এস. এ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম। এতে “আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ জিয়াউর রহমান” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান লিটন।

শত নাগরিক রাজশাহী শাখার সদস্য-সচিব প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর সঞ্চালনায়  ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিভিন্ন পাবলিক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকের অংশ গ্রহণে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহবায়ক প্রফেসর ড. লুৎফর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সাইফুল ইসলাম ফারুকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাদা দলের ভারপ্রাপ্ত আহবায়ক প্রফেসর ড. এনামুল হক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. নছরুল কাদির, কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের শত নাগরিক সভাপতি প্রফেসর ড. ফজলুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার জিয়া পরিষদ সভাপতি প্রফেসর ড. তাজাম্মুল হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচারস এসোসিয়েশন এর সভাপতি প্রফেসর ড. রেজাউল করিম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. কামরুল আহসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোজাম্মেল হক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. আর্শেদ আলী মাতুব্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আল মোজাদ্দেদী আলফে সানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফজলুল হক ও প্রফেসর ড. হাবীবুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় আলোচকবৃন্দ নতুন প্রজন্মের মাঝে শহীদ জিয়ার আদর্শ প্রচার ও প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top