হারুনের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি সরকারদলীয় হুইপের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১ ০৪:৩৩; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৪:৩৫

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে সংসদে কথা বলায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনা করে বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানিয়েছেন সরকারদলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ।

গতকাল (শুক্রবার) সংসদে পরীমনি, বোট ক্লাব ও কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলা নিয়ে বক্তব্য দিয়ে বিএনপির এমপি হারুন এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি জানান।

শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হুইপ আবু সাঈদ বলেন, তিনি (এমপি হারুন) কী কারণে যেন পরীমনির বিষয়ে বড় বেশি আগ্রহী। আমি জানি না, তার বাসায় কী অবস্থা। এর আগেও তিনি পরীমনির বিষয়ে সংসদে কথা বলেছিলেন। গতকালও (শুক্রবার) সুযোগ পেয়ে পরীমনির বিষয় সংসদে উপস্থাপন করেছেন।

হারুনুর রশীদ অপ্রাসঙ্গিকভাবে পত্রিকার উদ্ধৃতি দিয়ে বেশ কিছু আপত্তিকর বক্তব্য দিয়েছেন উল্লেখ করে স্পিকারের কাছে এমপি হারুনের ওই সব বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান সরকারদলীয় এ হুইপ।

সূত্র: যুগান্তর/এএস



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top