শিক্ষক নির্যাতন-হত্যার প্রতিবাদে রাবি শিক্ষক ফোরামের মানববন্ধন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ০৫:০৯; আপডেট: ৬ জুলাই ২০২২ ০৫:১০

ছবি: সংগৃহীত

দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার (৫ জুলাই ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ এক হীরক রাজার দেশে পরিণত হয়েছে। হীরক রাজার ছবিতে আমরা দেখতে পাই, একটি জাতিকে নিজেদের অধীন রেখে কীভাবে জাতি ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। শিক্ষকদের অসম্মান ও হত্যা বর্তমান সময়ে তার একটি বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি।

শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি দলের ছাত্র সংগঠনের আক্রমণাত্মক আচরণ শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে। এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা ও দলীয় দৃষ্টিভঙ্গি জাতীয় পর্যায়ে ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করছে।

এসময় শিক্ষক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ইমামুল হক সানজিদ, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক সারোয়ার জাহান লিটন, অধ্যাপক কামারুজ্জামান, আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম, আইবিএর অধ্যাপক হাসনাত আলীসহ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top