চুরি যাওয়া ল্যাপটপ, ক্যামেরাল উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৪; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৯:০৭

নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় ছাত্রাবাস থেকে এক ছাত্রের ল্যাপটপ, ক্যামেরা ও মোবাইল ফোন চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কলেজপাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (২৪), নগরীর কাশিয়াডাঙ্গা থানার বড়পুকুরিয়ার মৃত আ. রাজ্জাকের ছেলে মো. রাজু আহম্মেদ (৪০) ও একই থানার কোর্ট রায়পাড়ার মো. সাবিয়ার রহমানের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০)।রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল আলম (আরএমপির) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আটকদের কাছ থেকে চুরির ল্যাপটপ, ক্যামেরা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

আরএমপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার পপুলার হাসপাতালের সামনে থেকে আসামি মো: মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। পরে একইদিন বেলা সাড়ে ১১টায় রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার কনিকা ডিজিটাল স্টুডিও থেকে চুরি হওয়া ডিএসেলর ক্যামেরাসহ আসামি রাজুকে এবং বেলা সাড়ে ১২টায় বোয়ালিয়া থানার নিউ মার্কেটের কম্পিউটার একসেসরিস দোকান থেকে চুরি হওয়া ল্যাপটপসহ আসামি তৌহিদুলকে গ্রেফতার করে শাহমখদুম থানা পুলিশ।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top