সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ ০৩:২৪; আপডেট: ৭ মে ২০২৫ ২০:৫৩

ছবি: সংগৃহিত

সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে সহকারী পুলিশ সুপারসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ, থানার ওসি নুরন্নবী প্রধান, সাবেক সংসদ ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,
সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর জনসভা সফল করতে কামারখন্দ দলীয় কার্যালয় আলোচনা সভা করে বিএনপি। পরে সভা শেষে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে আমরা রেলওয়ে স্টেশনের আসার পর আ.লীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রুমানা মাহমুদের গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। আমরা প্রতিরোধ করতে গেলে পুলিশ আমাদের ওপর গুলি চালায়। এতে আমি ও রুমানা মাহমুদসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছি।

তবে অভিযোগ অস্বীকার করে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ বলেন, এখানে বিএনপির মধ্যে গ্রুপিং রয়েছে। তাদের দ্বন্দ্বের একপর্যায়ে স্টেশনে অবস্থান করা আওয়ামী লীগের ৬ থেকে ৭ জন নেতাকর্মীর ওপর তারা হামলা চালিয়ে আহত করে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। বাধ্য হয়ে ছড়্ড়া গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) আদনান মুস্তাফিজ জানান, বিএনপি তাদের প্রোগ্রাম শেষ করে জামতৈল স্টেশন এলাকায় দোকান-পাট ও মোটরসাইকেল ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে তারা পুলিশের উপর ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। তাদের হাতে ধারালো অস্ত্রও ছিল। তাদের হামলায় আমি ও থানার ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এনএ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top