নগরীতে দুরন্ত দৃষ্টি সেবার শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৩ ০৫:০৫; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৭:৫৯

রাজশাহীতে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন দুরন্ত দৃষ্টি সেবা। একই সাথে তারা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।  
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে সংগঠনের সদস্য ও শুভাকাঙক্ষীদের নিয়ে যাত্রা শুরু হয়। সংগঠনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুরন্ত দৃষ্টি সেবার সভাপতি তারিনা সুলতানা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের রাজশাহী জেলা সভাপতি ডা. ইকবাল হোসেন, মহিলা টিটিসির চীফ ইন্সপেক্টর আতিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা জহরুল ইসলাম জহির, রাজশাহী ৪ নং ওয়ার্ড রাজপাড়া থানা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু ও দুরন্ত দৃষ্টি সেবার সাধারণ সম্পাদক রনি শেখ।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো আলোচনা সভায় অতিথিরা বলেন, মানব সেবা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। দুরন্ত দৃষ্টি সেবা সংগঠটি যে ভাবে এগিয়ে আসছে মানুষের কল্যাণের জন্য। আগামীতে এমন তরুন-তরুনীরা বাংলাকে এগিয়ে নিয়ে যাবে মানুষের পাশে থেকে। এসকল তরুণ-তরুণীদের মনের আসা যেন মহান সৃষ্টিকর্তা পূরণ করে,এই প্রত্যাশা কামনা করেন সকলে।
আলোচনা সভা শেষে আসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top