৬৪ হাজার শিশুকে খাওয়াবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩২; আপডেট: ১৭ মে ২০২৪ ১৬:১৭

ফাইল ছবি

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাজশাহী নগরীতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। রোববার দুপুরে নগর ভবনরে সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শশিুকে একটি নীল রঙরে ভটিামনি ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পইেনে রাজশাহী মহানগরীতে ৩৮৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ২৭৪ জন ও ১২-৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৯৪৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে প্রতিটি কেন্দ্রে ২ জন করে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বচ্ছোসেবী নিয়োজিত থাকবে। সকাল ৮টা হতে ৪টা র্পযন্ত সকল কেন্দ্রে খোলা থাকবে। রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে সংবাদ সম্মলেন প্রধান অতিথি হিসিবে উপস্থতি ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওর্য়াড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top