বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বগুড়ায় জামায়াত নেতা গ্রেপ্তার
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪ ১৬:৩৩; আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ০৬:৩৩
বগুড়ার শেরপুরে বিস্ফোরকদ্রব্য আইনে মামলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানায় হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার আবদুস সাত্তার (৬০) উপজেলা গাড়িদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি। তিনি উপজেলার মডেল গাড়িদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তাঁর বাড়ি গাড়িদহ ইউনিয়নের রহমাননগর গ্রামে।
পুলিশ সূত্র জানায়, আবদুস সাত্তারকে গ্রেপ্তারে শেরপুর থানা-পুলিশ সকালে তাঁর বাড়ির সামনে অবস্থান নেয়। এরপর সকালে তিনি বাড়ি থেকে বের হলে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালে বিস্ফোরকদ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিস্ফোরকদ্রব্য আইনে মামলায় আবদুস সাত্তারের নামে থানায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হবে।
আপনার মূল্যবান মতামত দিন: