নগরীতে শিবিরের সাত নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০ ২১:১৪; আপডেট: ৫ ডিসেম্বর ২০২০ ০৩:০৮
রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে বোয়ালিয়া থানা পুলিশ তাদের আটক করা করে।
আটককৃতদের মধ্যে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি রায়হান আলী এবং বাকি ছয়জন শিবির কর্মী হলেও তারা ভর্তিচ্ছু শিক্ষার্থী বলে পুলিশ জানায়।
আটক রায়হান আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। বাবার নাম মোসলেম উদ্দীন। শিবির নেতা রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আপনার মূল্যবান মতামত দিন: