নগরীতে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩৪; আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৯

ফাইল ছবি

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে একটার দিকে রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার বায়া বৈরাগীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হরেন নগরের বালিয়াডাঙ্গি গ্রামের সেন্টু (৩৭), শিহাব আলী (৩৫), রুবেল হোসেন (২১), বায়া ভোলাবাড়ি গ্রামের তাজরুল ইসলাম (৩৩), বড়বনগ্রাম নতুন চকপাড়া এলাকার সেলিম রেজা (৪০) ও দক্ষিণ নওদাপাড়া মহল্লার রফিকুল ইসলাম (৩৫)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, নগরের বৈরাগীপাড়া এলাকায় একটি মুরগির খামারে জুয়ার আসর বসিয়েছিলেন তাঁরা। জুয়া খেলার সময় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬ প্যাকেট তাস ও নগদ ৬৭ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে। পরে জুয়া আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top