বাঘায় সিমা হত্যার রহস্য উৎঘাটন

বাঘা প্রতিনিধি : | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১ ১৪:৫১; আপডেট: ৭ এপ্রিল ২০২১ ১৪:৫২

প্রতিকি ছবি

রাজশাহীর বাঘায় আম বাগান থেকে শামিমা আক্তার সিমা বেগম (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধারের ১৫ পর হত্যা রহস্য উৎঘাটন হয়েছে। হত্যার সাথে জড়িত বজলুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) ভোর রাতে ফরিদপুর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তারকৃত বজলুর রহমান পুলিশের কাছে স্বীকার করেছেন তার বন্ধুর প্রেমিকা অন্তঃসত্তা হয়ে প্রেমিক বিয়ে করতে বলায় তারা দুই বন্ধু মিলে শামিমা আক্তার সিমাকে ধর্ষণের পর হত্যা করেন।


পুলিশ জানায়, বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের আতব আলীর মেয়ে শামিমা আক্তার সিমা (৩৫)। সিমার স্বামী সড়ক দূর্ঘটনায় ৩ বছর আগে মারা যায়। তার পর থেকে সে বাঘা উপজেলা সদরে ভাড়া বাড়িতে থাকতেন। সেই সুবাদে বাঘা বাজারের মুরগী ব্যবসায়ী ও উপজেলার বাজুবাঘা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজা (২৪) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অপর আসামী বারখাদিয়া গ্রামের বিচ্ছাদ আলীর ছেলে বজলুর রহমান (৪০)।


বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল বারি জানান, ২৩ মার্চ সকালে শামিমা অক্তার সিমাকে হত্যা করে আরিফপুর মাঠের আরেন আলীর আম বাগানে রেখে যায়। তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের গলায় আঘাতের চিহৃ ও মুখে বিষ দেখে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের সন্দেহ হয়। শামিমা আক্তার সিমার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ হত্যার রহস্য উদঘটনের চেষ্ঠা চালায় পুলিশ। বজলুর রহমানকে গ্রেপ্তারের পর রহস্য উৎঘাটন হয়। এ হত্যার ১ নম্বর আসামীকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top