চলনবিলে ৫টি বানার বেড়া অপসারণ, ৯টি জাল আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি | প্রকাশিত: ৪ আগস্ট ২০২১ ০১:৩৭; আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২২:২৫

ছবি-প্রতিনিধি
সিংড়ার চলনবিলে প্রশাসনের অভিযানে ৫টি বানার বেড়া অপসারণ ও ৯টি সোঁতি-ভাদাই-চায়না দুয়ারি জাল আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এম.এম সামিরুল ইসলামের নির্দেশে বড়িয়া খাল, নাগরনদী ও চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রকিবুল হাসান।
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন জানান, চলনবিলে কারেন্ট জালে মাছ শিকার হচ্ছে শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে ইউএনও’র নির্দেশে বড়িয়া খাল, নাগরনদী ও চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বড়িয়া খাল, জেলারবাতা এলাকা থেকে ৩টি সোঁতিজাল ও ৫টি বানার বেড়া অপসারণ এবং নাগর নদী থেকে ৪টি ভাদাইজাল ও ২টি চায়না দুয়ারি জাল আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 
এদিকে প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটিসহ এলাকার জনসাধারণ।
 
 
 
এসকে



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top