পুঠিয়ায় গাঁজার আসর থেকে গ্রেফতার ২৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১ ০১:৫১; আপডেট: ৭ মে ২০২৪ ১৯:৫৮

গ্রেফতারকৃত মাদকসেবীরা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গাঁজার আসর থেকে ২৩ জন মাদকসেবিকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পুঠিয়ার বানেশ্বর ভাই ভাই এন্টারপ্রাইজ ডাল মিলের পশ্চিম পাশে প্রাচীর বেষ্টিত একটি আম বাগানের ভিতরে অপারেশন পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছে থেকে ১০ পুড়িয়া গাঁজা,০১টি কলকি, ২০টি নাছির বিড়ি, ০১টি গ্যাস লাইট ও ১টি ব্লেড উদ্ধার করে র্যাব।

গ্রেফতারকৃতরা হলো জাহিদুল (৩৫), পিতা-নইরুদ্দিন, সাং-আড়ইল, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহী, আতিকুর রহমান (৩২), পিতা- আব্দুল আলিম, সাং-বড় হরিশপুর, নাটোর সদর থানা, জেলা-নাটোর, তফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃত এজার উদ্দিন, রুবেল (৩২), পিতা-মৃত মোক্তার, উভয় সাং-হলিদাগাছি, থানা-চারঘাট, সেন্টু (২৮), পিতা-মৃত ফারুখ, সাং-বাড়ইপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, হাসান আলী (৩৫), পিতা-গফুর শাহ, সাং-মোমিনপুর বড়শিংগা, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর, রাজ্জাক (৬০), পিতা-মৃত আব্দুল, সাং-পশ্চিম নওদাপাড়া, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোর, আব্দুল কুদ্দুস (৪৫), পিতা-মৃত রমজান আলী, সাং-শ্রীপুর, থানা+জেলা-পাবনা, উকিল (৫০), পিতা-মৃত তমেজ, সাং-হলিদাগাছি, থানা-চারঘাট, জেলা-রাজশাহী, শামীম (৪৫), পিতা-কানাই সরকার, সাং-মেহেরচন্ডি, থানা-মতিহার, হাবিবুর রহমান (৩৮), পিতা-মৃত আফছার আলী, সাং-বেলপুকুর, থানা-বেলপুকুর, উভয় রাজশাহী মহানগর, আতাউর রহমান (৩৫), পিতা-মোঃ আকবর আলী, সাং-ছোট ধাদাস, আলম (২৭), পিতা-আকবর, সাং-ক্ষুদ্রজামিরা, উভয় থানা-বেলপুকুর, সাব্বির (২০), পিতা-বাবলু, সাং-বালিয়া পুকুর, থানা-বোয়ালিয়া, উভয় মহানগর রাজশাহী, খোরশেদ আলম (৩৫), পিতা-মৃত বশির, সাং-কুটিপাড়া (বানেশ্বর), থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, আবুল হোসেন (৬৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-ভদ্রা, রাজশাহী, আজিম উদ্দিন (৬১), পিতা-মৃত জসিম উদ্দিন, সাং-সুজানগর, পাবনা, ফরিদ হোসেন (৩০), পিতা-মৃত শুকুর আলী, সাং-ভদ্রা, সর্ব থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী, দুলাল (২৫), পিতা-মৃত আবুল কালাম, সাং-রদবাড়ী রাজাপুর, থানা+জেলা-নাটোর, নূর ইসলাম (২৬), পিতা-মোঃ আনার, সাং-সত্তরগাছি, থানা-বেলপুকুর, মহানগর রাজশাহী, তিতাস (২৮), পিতা-কামাল হোসেন, সাং-বিনোদপুর মির্জাপুর, থানা-মতিহার, মহানগর রাজশাহী, সামাদুল (৩৫), পিতা- শুকচাঁন, সাং-হলিদাগাছি, থানা-চারঘাট, মন্টু (৫৫), পিতা-মৃত মুনসুর প্রামানিক, সাং-দিঘলকান্দি প্রামানিকপাড়া, থানা-পুঠিয়া, রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজার আসর বসিয়ে একত্রে গাঁজা আসর সেবন করছিল বলে স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) স্মারণী ১৯(ক)/৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top