দুই গ্রুপের দ্বন্দ্ব: নগরীতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১ ০২:৩২; আপডেট: ৭ মে ২০২৪ ২০:৪৯

রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল ওরফে রিগ্যান

রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল ওরফে রিগ্যান ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) দুপুরে নগরীর ভদ্রা এলাকায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। দলীয় কোন্দলের জেরে তাঁর ওপর এই হামলা বলে জানতে পেরেছে পুলিশ।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, প্র্রানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা সকালে নগরীর কুমারপাড়ায় নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আসেন। ওই সময় কয়েকজনে সঙ্গে মেহেদীর কথা কাটাকাটি হয়। সেখান থেকে ফেরার পথে ভদ্রা এলাকায় মেহেদীর ওপর আক্রমণ করা হয়। তাঁর পেটে ছুরির আঘাত করা হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

ওসি বলেন, ইতোমধ্যে জড়িত তিন-চারজনের নাম জানা গেছে। তাঁরা ছাত্রলীগের কর্মী। একজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও আছে। আমরা তাঁদের ধরার চেষ্টা করছি। এ ঘটনায় মেহেদীর পক্ষ থেকে থানায় মামলা কিংবা অভিযোগ এখনও হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রাখা হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top