স্ত্রী রুপসী দেওয়ান আটক

ক্ষিপ্ত হয়ে এসআই স্বামীর পুরুষাঙ্গ কর্তন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ০৭:২৭; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৪:০২

এসআই ইফতেখার আল-আমিন- ছবি সংগৃহীত

রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার আল-আমিন এর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী।

এঘটনায় ইফতেখার আল-আমিন এর স্ত্রী রুপসী দেওয়ানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসাতে এ ঘটনা ঘটে। রুপসী দেওয়ান এর দাবি, পুলিশ সদস্য স্বামীর একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক থাকায় তিনি এঘটনা ঘটিয়েছেন।

জানা গেছে, বিকেলে ঘুমন্ত অবস্থায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রুপসী দেওয়ান ধারালো অস্ত্র দিয়ে এসআই ইফতেখার আল-আমিন পুরুষাঙ্গ কেটে দেয়। পরে তার অাত্মচিৎকার শুনে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে নেয়া হয় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে। অবস্থার অবনতি হলে নেয়া হয় অপারেশন থিয়েটারে। সূত্র জানান, রোগীর অবস্থা ভালো না। তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকা নেয়ার প্রস্তুতি চলছে। এদিকে রুপসী দেওয়ান পুলিশী হেফাজতে রয়েছেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top