পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১ ০৪:১৫; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১০:২৭

মহান বিজয় দিবস উপলক্ষে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে রাজশাহী কলেজ।

মহান বিজয় দিবস উপলক্ষে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে রাজশাহী কলেজ। এসময় কলেজের ১২৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে কলেজ প্রশাসন। বুধবার বেলা ১১ টার দিকে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এই সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে রাজশাহী অঞ্চলে মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর যখন আমরা বাড়ি ফিরি তখন শত শত মানুষ আমাদের জড়িয়ে ধরেছিল। সেইদিনের আবেগ-অনুভূতি আর ভালোবাসা আমাদের বিস্মিত করেছিল। আমাদের এই জাতি পাকিস্তানি শোষকগোষ্ঠী থেকে মুক্তির জন্য মুখিয়ে ছিল। মহান মুক্তিযুদ্ধ সেই আকাঙ্খা পূরণের সফল অধ্যায়। বিজয়ের ৫০ বছরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সত্যিই প্রশংসনীয়। রাজশাহী কলেজের পক্ষ থেকে তাদের সম্মাননা প্রদান করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধারা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top