সাহেব বাজার বড় মসজিদ ভ্রাম্যমান দোকানপাটেই সৌন্দর্য ম্লান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২ ০৬:০২; আপডেট: ১৯ জানুয়ারী ২০২২ ০২:৪৩
                                দৃষ্টি নন্দন আধুনিক নির্মাণশৈলীতে গড়া সাহেব বাজার বড় মসজিদটি ভ্রাম্যমান দোকানপাটেই সৌন্দর্য ম্লান হয়ে গেছে। মসজিদটির চার পাশে দৃষ্টি দিলেই সহজেই তা চোখে পড়ে। মসজিদ চত্বর ঘিরে রয়েছে চা ষ্টল, ভাজা পোড়া থেকে শুরু করে অসংখ্য দোকানপাট। মসজিদের সামনের চত্বও যেন দখলদারদের অভায়ারণ্য।
সরজমিনে দেখা যায়, কেউ খুলে বসেছেন চায়ের স্টল, কেউ পান সিগারেটের দোকান। আরও রয়েছে ডাব, বিভিন্ন ফলমূল ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের যত্রতত্র দোকান পাট। এছাড়া মসজিদ কমপ্লেক্সের নিচের মার্কেটে সব ওষুধের দোকান। যা শৃঙ্খলা এবং সুষ্ঠ ভাবে পরিচালনা হলেও বিপত্তি ভ্রাম্যমাণ দোকানপাট নিয়ে। অথচ সিটি করপোরেশন কিংবা মসজিদ কমিটির এ বিষয়ে কোন ভ্রƒক্ষেপ নেই। সৌন্দর্য, নির্মাণশৈলী ও মুসল্লিদের সুবিধার দিক থেকে রাজশাহী মহানগরীর সর্বাধুনিক মসজিদ হচ্ছে এটি। দূর থেকে মসজিদটির রূপ বিমোহিত করলেও কাছে গেলে হতাশ হতে হয়। 
মসজিদের মুসল্লিরা জানান, পরিপাটি সুন্দর মসজিদের প্রবেশের শুরুতেই যত্রতত্র দোকানপাটের জন্য বাধার সম্মুখীন হতে হয়। তারা অনতিলম্বে মসজিদের সুদৃশ্য সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানান।
বিস্তারিত পড়ুন:
ইতিহাস-ঐতিহ্যের সংমিশ্রণে মুখোরিত
শতবর্ষী সাহেব বাজার বড় মসজিদ
                                বিষয়: সাহেব বাজার মসজিদ

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: