নিষিদ্ধ ‘ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২ ১১:১১; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২১:২৬

রাজশাহীতে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে বিপুলসংখ্যক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহানগরীর তালাইমারী ট্রাফিক মোড় এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জুয়েল আলী (১৯) ও সুমন আলী (৩১) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

গ্রেপ্তাররা মতিহার থানার মোস্তফা আলী ও কাশিয়াডাঙ্গা থানার মৃত আবু তাহের উদ্দিনের ছেলে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ৯৯০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব-৫ জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারা প্রতিনিয়ত বাইরে থেকে মাদক সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে পৌঁছে দিয়ে আসছিল। এমন তথ্যেরভিত্তিতে বিকালে শহরের তালাইমারী এলাকায় গোপনে অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী জুয়েল ও সুমন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে গ্রেপ্তারদের কাছে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ১ হাজার ৯৯০ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top