বদলে গেছে পুতিনের কান!

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২২ ০৬:০০; আপডেট: ৬ মে ২০২৪ ১৩:১৩

ছবি : সংগৃহীত

৬৯ বছর বয়সী রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে প্রায়ই গণমাধ্যমে নানা জল্পনার সৃষ্টি হয়। এমন খবরও প্রকাশিত হয় যে, তিনি ক্যান্সারে ভুগছেন, মুক্তি পেতে লাগবে অস্ত্রোপচার।

এবার জানা গেল, পুতিনের নাকি কানের আকৃতি বদলে গেছে! সঠিক অর্থে, 'বডি ডাবল' নিয়ে ঘুরছেন পুতিন।

পুতিনের বডি ডাবল হাজিরের দাবি তুলেছেন ইউক্রেনের সেনা কর্মকর্তা এবং গুপ্তচর মেজর জেনারেল কিরিলো বুদানভ।

বুদানভ বলেন, একেক সময় পুতিনের কানের আকৃতি একেক রকম লক্ষ্য করা গেছে। মানুষের আঙ্গুলের ছাপ যেমন কারো সাথে কারোটা মেলে না, কানের ক্ষেত্রেও তাই।

"এটি কখনোই এক হবে না", যোগ করেন তিনি।

বুদানভ আরও দাবি করেন, পুতিনের বডি ডাবলদের মধ্যে আচরণ ও স্বভাবে ভিন্নতা দেখা গেছে। এমনকি সূক্ষ্মভাবে নজর দিলে বোঝা যাবে যে, তাদের উচ্চতাও এক নয়।

উদাহরণ হিসেবে বুদানভ রাশিয়ান প্রেসিডেন্টের সাম্প্রতিক তেহরান সফরের কথা উল্লেখ করেছেন। তার মতে, বিমান থেকে নামার সময় পুতিনকে অপ্রস্তুত তবে আগের চাইতেও সতর্ক মনে হয়েছিল।

"ইনি কি সত্যিই পুতিন", সেনা কর্মকর্তার মনে জেগে ওঠে প্রশ্ন।

অবশ্য এটা স্পষ্ট নয় যে, ইউক্রেনের সেনা কর্মকর্তা আসলেও এসব তত্ত্বে বিশ্বাসী নাকি দুই দেশের দর্শকের জন্য এগুলো নিছক প্রপাগান্ডা।

যদিও পুতিনের স্বাস্থ্য নিয়ে ওঠা সব ধরনের জল্পনা অস্বীকার করে মস্কো বলছে, ভালো আছেন প্রেসিডেন্ট।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নসও এর আগে জানান, পুতিনের শারীরিক অবস্থা নিয়ে এখন পর্যন্ত কোন খবরের সত্যতা মেলেনি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top