মাঝ আকাশে গভীর ঘুমে দুই পাইলট, অতঃপর...

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ০৬:২৫; আপডেট: ৬ মে ২০২৪ ১২:১২

ছবি : সংগৃহীত

বাস চালাতে গিয়ে বাসচালকদের ঘুমিয়ে পড়ার খবর প্রায়ই সামনে আসে। তবে বিমানচালকের ঘুমিয়ে পড়ার খবর খুব একটা শোনা যায় না। তবে ৩৭ হাজার ফুট উঁচুতে বিমান চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন দুই পাইলট। ঘুমের কারণে সঠিক সময়ে অবতরণ করতেও পারেননি তারা।

অ্যাভিয়েশন হেরাল্ডের বরাত দিয়ে এনটিডিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের খার্তুন থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাগামী ওই বিমানটির বিমানবন্দরে পৌঁছেও অবতরণ না করায় এয়ার ট্রাফিক কন্ট্রোল সতর্ক হয়।

পাইলট দুজন ঘুমিয়ে পড়লেও অটোপাইলট সিস্টেম বিমানটিকে ৩৭ হাজার ফুট উপরে উড়িয়ে রেখেছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

অ্যাভিয়েশন হেরাল্ড জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল বেশ কয়েকবার পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। যেখানে অবতরণের কথা ছিল, সেই রানওয়েনের ওপর দিয়ে বিমানটি উড়ে যাওয়ার পরই অটোপাইলট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই অ্যালার্ম বেজে ওঠায় পাইলটদের ঘুম ভেঙে যায়।

২৫ মিনিট পর পাইলটরা বিমানটিকে রানওয়েতে অবতরণ করতে সক্ষম হয় বলে অ্যাভিয়েশন হেরাল্ড জানিয়েছে।

অবশ্য সৌভাগ্যবশত বিমানটি নিরাপদেই অবতরণ করে বলে জানা গেছে। তবে পরবর্তী গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরুর আগে বিমানটি প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরেই ছিল।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top