চুরি করতে গিয়ে বিপুল অর্থ দেখে হার্ট অ্যাটাক চোরের, অতঃপর

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১ ১৪:৫৮; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৪:৩৭

প্রতিকি ছবি

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। চোর এসেছিল চুরি করতে। কিন্তু এতটাও সে আশা করেনি। চুরি করার পর তার থলিতে বিপুল পরিমাণ অর্থ দেখে রীতিমতো অবাক। আনন্দ আর বিস্ময়ে কী করবে ভেবে না পেয়ে কিছুক্ষণের মধ্যেই হার্ট অ্যাটাক হয় তার।

জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের কোতওয়ালি দেহাত এলাকার এক পাবলিক সার্ভিস সেন্টারে চুরি হয়। ঘটনার তদন্তে নামে বিজনৌর থানার পুলিশ। সম্প্রতি দুই চোরের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। আর ওই চোরের মুখ থেকেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

চুরির পরেরদিনই থানায় অভিযোগ দায়ের করেন ওই পাবলিক সার্ভিস সেন্টারের মালিক নবাব হায়দার। তিনি জানান, সেন্টার থেকে সাত লাখেরও বেশি রুপি চুরি হয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়। শেষমেশ গত বুধবার এই চুরির ঘটনার রহস্য ভেদ করে পুলিশ।
নাগিনা থানা এলাকার আলিপুর থেকে নৌসাদ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারপরই প্রকাশ্যে আসে এই অদ্ভুত তথ্য। সূত্র: আজকা



বিষয়: চুরি


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top